সাংবাদিকের উপর হামলাকারী ছাত্রলীগ নেতা বহিস্কার

পিবিএ,জামালপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। রাকিব হাসান খান জামালপুরের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা মামলার পলাতক আসামী।


জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প¬াবন স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৮ জুন জেলা ছাত্রলীগের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল দলিল করার তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা হয়। সাংবাদিক মোস্তফা মনজু’র ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার নয় জন আসামির মধ্যে প্রধান আসামি জামালপুর পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান খান রুনুসহ আটজনের জামিন আবেদন নামঞ্জুর করে গত ১২ জুন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওই দিন মামলার ৫ নম্বর আসামি জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খান ব্যতীত বাকি আটজন আসামি জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী আমান উল্ল¬াহ আকাশের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ বাতিল চেয়ে আসামিদের জামিনের আবেদন জানান।

এ সময় বাদী পক্ষের আইনজীবী মো. ফজলুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের জামিনের আপত্তি জানান। কারাগারে থাকা আসামীরা হচ্ছে-পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. উকিল মিয়া এবং দেওয়ানপাড়া এলাকার তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মন্ডল, আলমগীর বাচ্চু, দলিল লেখক হাবিবুর রহমান ও তুষার খান।
পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...