সাংবাদিকের প্রশ্নে উত্তেজিত বিএসইসির নির্বাহী পরিচালক

পিবিএ,ঢাকা: সংবাদ সম্মেলনে সাংবাদিক আনোয়ার ইব্রাহীমের প্রশ্ন শেষ হওয়া আগেই তার দিকে স্টেজ থেকে তেড়ে আসেন বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান। তিনি বলেন, আপনাকে সংবাদ সম্মেলনে কে আসতে বলেছে? এখানে অনুষ্ঠান কাভার করতে আসেননি। এসেছেন ভেজাল করতে? আপনারা বেশি এক্সেজ পাচ্ছেন, আপনি বেরিয়ে যান।

সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও প্রায় ১ ঘণ্টা দেরিতে শুরু হয়। সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বিএসইসির নির্বাহী পরিচালক ও ‍মুখপাত্র সাইফুর রহমান। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন অপর নির্বাহী পরিচালক মো.মাহবুবুল আলম।

লিখিত বক্তব্য শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তরে শেয়ার কারসাজি প্রমাণিত হওয়ার দায়ে কমার্স ব্যাংক ব্রোকারেজ হাউজের সাবেক কর্মকর্তাকে ৫০ লাখ জরিমানা করা হয়, এ বিষয়টি উল্লেখ্য করে ডেইলি স্টারের এক রিপোর্টার জানতে চান চক্রটি শেয়ার কারসাজি করে কত কোটি টাকা মুনাফা করেছে? প্রশ্নের উত্তরটি এড়িয়ে যান সংবাদ সম্মেলনে আসা পরিচালকরা।

জরিমানা সম্প্রতি বাজারে সবচেয়ে বড় ও চাঞ্চল্য ঘটনা ছিল তাই আবারও বিষয়টি জানতে প্রশ্ন করেন আরও দুজন সাংবাদিক। কৌশলে তাদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান পরিচালকরা।

এরপর সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে অনুমতি চেয়ে আবারও প্রশ্ন করেন সমকাল রিপোর্টার আনোয়ার ইব্রাহিম। তিনি তার প্রশ্নে বলেন, ১০ কোটি টাকার কারসাজির দায়ে ৫০ লাখ জরিমানা কতটা যুক্তিসঙ্গত?

এমন প্রশ্নের জবাবে সাইফুর রহমান উত্তেজিত হয়ে বলেন, ‘আপনার কাছ থেকে আমাদের শিখতে হবে না। কমিশন ভালো বুঝে কি করবে?’ এ সময় তিনি বেশ কিছু উত্তপ্ত বাক্য ব্যবহার করেন।

এ সময় সাইফুর রহমানকে শান্ত করার চেষ্টা করেন অপর নির্বাহী পরিচালক মাহবুবুল আলম এবং পরিচালক রেজাউল করিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্লোর নেন পরিচালক রেজাউল করিম। তিনি বলেন, আজকের সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স বিষয়ে’ এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কথা বলেন।

তার কথা ধরে রিপোর্টার বলেন, বিএসইসিতে ঢুকতে সাংবাদিকদের বাধা দেওয়া হয়। এ কারণে আপনাদের কাছে এসে প্রকৃত তথ্য জানতে পারছি না। আমাদের প্রবেশের সুযোগ দেন। যেভাবে বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও নির্বাচন কমিশনের প্রবেশ করা যায়।

এরই প্রেক্ষিতে আরো ক্ষিপ্ত হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ঘটনার প্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকরা সংবাদ সম্মেলন বয়কট করেন। পাশাপাশি বিএসইসির সব ধরণের প্রোগ্রাম বয়কটের ঘোষণা দেন। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট বিটের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম-সিএমজেএফ। বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...