পিবিএ,ঢাকা: দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি শামীম খানসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ধামরাই প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রেসক্লাবের আহ্বায়ক আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভির স্থানীয় প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, সাবেক সভাপতি আমাদের সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি বাবুল হোসেন, সমকাল প্রতিনিধি মোকলেছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক ইনকিলাব প্রতিনিধি আনিস উর রহমান স্বপন, বর্তমান প্রতিনিধি মাসুদুর রহমান প্রমুখ।
গত ১৮ ফেব্রুয়ারি নবাবগঞ্জ থানার ওসি মোস্তাফা কামালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। পরদিন সেচ্ছাসেবকলীগ নেতা পলাশ বাদি হয়ে যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খানসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এঘটনায় যুগান্তর পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে ওই দিনই গ্রেফতার করে পুলিশ।
মামলার কারনে ওই ৫ সাংবাদিকসহ তাদের পরিবারের সদস্যরা উৎকন্ঠার মধ্যে রয়েছে বলেও জানা গেছে। এর ফলে তাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন।
পিবিএ/এমএম/হক