সাংবাদিক কল্যাণ সংস্থা’র সম্মাননা পেল ৬ গণমাধ্যমকর্মী

পিবিএ,হবিগঞ্জ: সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চুনারুঘাট উপজেলার ৬ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। গত (২১ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যা ৭টায় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রবীণ সাংবাদিক মিলন রশীদ, সিরাজুল হক, হাসান আলী, নুরুল আমিন, আলমগীর হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম (মরণোত্তর)। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার।

বিশেষ অতিথি ছিলেন- অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম, হাছান আলী, মিলন রশীদ, নুরুল আমিন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ের আলম, অর্থ সম্পাদক এম এস জিলানী আখনজী, শব্দকথা ডটকম এর সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ ও ব্যবসায়ী নেতা সাজিদুল রহমান সাজিদ প্রমুখ।

বক্তব্যে চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার এমন আয়োজনকে সাধুবাদ জানান। সিনিয়র সাংবাদিকরা নবীন সাংবাদিকদের দিক নির্দেশনা ও নিজেদের সাংবাদিকতার জীবনের নানান অভিজ্ঞতার বর্ণনা দেন।

আলোচনা শেষে উল্লেখিত ৬ সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গাফফার। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা আঃ গফফার এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

পিবিএ/জিলানী আখনজী/জেডএইচ

আরও পড়ুন...