সাংবাদিক দীপু সারোয়ারকে দুদকে তলবে বিওজেএ’র উদ্বেগ

দীপু সরোয়ার, সাধারণ সম্পাদক, ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ

পিবিএ,ঢাকা: বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি এবং ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্র্যাব’র সাধারণ সম্পাদক দীপু সারোয়ারকে দুদক কর্তৃক তলবে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার বলেন, দীপু সারোয়ারকের তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশের পর তাকে দুদক কার্যালয়ে তলব করা এবং যথাসময়ে হাজির না হলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুমকি দেয়ায় আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে দুদকের চিঠির ভাষা প্রত্যাহার করার আহবান জানাচ্ছি। আমরা মনে করি, এ ধরনের হুমকি সম্বলিত ভাষা প্রয়োগ সমগ্র সাংবাদিক সমাজের জন্যই একটি প্রচ্ছন্ন হুমকি। দুদক কি এই চিঠির মাধ্যমে এই বার্তা দিতে চাচ্ছেন, দুদকের বিরুদ্ধে যেই রিপোর্ট করবে তাকেই তলব করা হবে? আমরা মনে করি, এটি যথেষ্ট উদ্বেগজনক।

উল্লেখ্য, গত ২৩ জুন “লন্ডন প্রবাসী দয়াছের অডিও সংলাপে দুদকের ওরা কারা?” শীর্ষক বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর দীপু সারোয়ারকে দুদকের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয় ঐ প্রতিবেদনের বিষয়ে তথ্য অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি টিম গঠন করেছে। ওই টিম কথা বলতে চায় দীপু সারোয়ারের সঙ্গে। এ বিষয়ে তথ্য দিয়ে ”সহযোগিতার জন্য” দুদক প্রধান কার্যালয়ে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় হাজির হতে বলা হয়েছে। না গেলে দেয়া হয়েছে আইনগত ব্যবস্থার হুমকি।

পিবিএ/জেআই

আরও পড়ুন...