সাংবাদিক পান্নুর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পিবিএ,মোংলা: ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মোংলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে মোংলার চৌধুরীর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী। সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, আমির হোসেন আমু, মোঃ নিজাম উদ্দিন, আবু হোসাইন সুমন, হাসান মাহমুদ এবং ৭১ টেলিভিশনের মোংলা প্রতিনিধি মাসুদুর রহমান টুটুল। সমাবেশে বক্তারা অবিলম্বে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবী করেন।

পিবিএ/নূর আলম/বিএইচ

আরও পড়ুন...