সাংবাদিক মারিয়া সালামের ছোট গল্প সংকলন ‘নীলকণ্ঠী’

পিবিএ,ঢাকা: রোহিঙ্গা শিশুরা স্বজন হারানোর শোক কাটিয়ে না উঠতেই জীবিকার তাগিদে কাঁধে তুলে নিচ্ছে তাদের দেহের ওজনের দ্বিগুণ মালামাল, নেমেছে কুলির কাজে। তাদের ছোট্ট জীর্ণশীর্ণ শরীরগুলো বাইরে থেকে দেখা গেলেও মনের ক্ষতগুলো আড়ালেই রয়ে যাচ্ছে।

অন্যদিকে, আমাদের দেশ নানা দিকে এগিয়ে গেলেও মা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে এখনও অনেকটাই পিছিয়ে আছে। এমনই একজন নারী টুকটুকি যে একটু সচেতনতার অভাবে জীবনের চল্লিশটা বছর কাটিয়ে দেয় গোয়াল ঘরে, বুক থেকে ছিনিয়ে নেয়া হয় দুধের শিশুকে। ভালবাসার মানুষকে হারিয়ে ফেলে এক নারী। আবার তেইশ বছর পরে সেই একই রুপে তার জীবনে আসতে চায় দশ বছরের ছোট আরেকজন। অন্যদিকে, ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিককে হারিয়ে ফেলে অপলা, তারপরে শুরু হয় পথে পথে তাকে খোঁজার পালা।

এইসব টানাপোড়েনের ছয়টি ছোট গল্প নিয়ে তরুণী লেখিক- সাংবাদিক মারিয়া সালামের ছোট গল্প সংকলন ‘নীলকণ্ঠী’। বইটি এবারের অমর একুশে গ্রন্থমেলায় এনেছে কাশবন প্রকাশন।

বইটির মূল্য রাখা হয়েছে ১২৫ টাকা, ডিসকাউন্টে ১০০ টাকা। বইমেলার ১৪২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। পাঠকরা রকমারি ডটকম থেকে ২৫ ভাগ ছাড়ে বইটি সংগ্রহ করতে পারবেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...