সাংবাদিক মুজ্জাকির হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পিবিএ,পঞ্চগড়: পঞ্চগড়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাংলাদেশ সমাচার ও বার্তা বাজারের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাসহ সারাদেশের সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব আয়োজনে শেরে বাংলা পার্ক চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে পঞ্চগড় প্রেক্লাবের সাধারন সম্পাদক সাইফ আলম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম, চ্যানেল ২৪ টিভির প্রতিনিধি হোসেন রায়হান, দেশে রুপান্তের প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ,এন টিভির ষ্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ডিবিসি ,প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাবু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক মুজ্জাকির হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান।

পিবিএ/মোঃইনসান সাগরেদ/জেডএইচ

আরও পড়ুন...