সাংবাদিক মোহিতুল ইসলাম রন্জু আর নেই

পিবিএ,ঢাকা: ব্রেইন স্ট্রোক করে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রন্জু আর নেই। (ইন্নাল্লিাহে–ওয়া ইন্না আলাইহে রাজেউন)।

আজ দুপুর ২:২০ মিনিটে বিডিপ্রেসকে মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী শাহিদা ইসলাম।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ রিপোর্ট লেখার সময় খোন্দকার মোহিতুলের মরদেহ গুলশানের ইউনাইটেড হসপিটাল থেকে নিকুঞ্জ ১ এর বাসায় আনার প্রক্রিয়া চলছিল।

উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল বিকাল ৬টার সময় মোহিতুল ইসলাম স্ট্রোক করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সমস্ত পরিক্ষা নিরিক্ষা করে তাকে এইচডিইউতে (HDU) রাখে। পরের দিন সকালে অবস্থার উন্নতি হয়,দুপুরে ওয়ার্ডে রাখে। এরপর ১৮ তারিখে আবার তৃতীয়বারের মত স্ট্রোক করলে অবস্থার অবনতি হয়। সিটি স্ক্যানে ব্রেইনে পানিতে ভরে যাওয়ার কথা জানান ডাক্তাররা। এরপর নিউরো সার্জন ডা. সায়েদ সাঈদ এর তত্ববধানে দ্রুত মাথায় অপারেশন করে আইসিইউতে রাখার পর অবস্থার কিছু উন্নতি হলে গতকাল রোববার তাকে নিউরো ওয়ার্ডের বেডে দেবার ঘন্টা খানেকের মধ্যে আবার সমস্যা দেখা দেয়। পরে আবার হার্ট এটাক হয় বলে ডাক্তারা জানালে দ্রুত আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

একজন আপাদমস্তক সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম চাকরি জীবনে ঢাকার অনেক জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে সুনামের সাথে বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন। ডেইলি অবজারভারসহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও রাষ্টীয় বার্তা সংস্থা বাসসের বিশেষ দায়িত্ব পালন করেন। এ ছাড়া দৈনিক জনতার সম্পাদক ছিলেন খোন্দকার মোহিতুল ইসলাম ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...