করোনাভাইরাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭টায় শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহিদুজ্জামান খান গত কয়েক দিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন। এ ছাড়াও তিনি নানা স্বাস্থ্য-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।
সাংবাদিক শহিদুজ্জামানকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৭ মে শহিদুজ্জামানকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত তিন সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ১৯৯৩ সাল থেকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক এবং নিউজ এডিটর হিসেবে কাজ করে যাচ্ছিলেন।
২০১৮ সালের আগস্টের শুরুর দিকে ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিষ্ঠাতা সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুর পর শহিদুজ্জামান কিছুদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।