সাংবাদিক শাহ আলমগীর আর নেই,বিওজেএ’র শোক

পিবিএ,ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহ আলমগীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহ আলমগীরের পরিবারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শাহ আলমগীর রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া ও ডায়াবেটিসসহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন। ২১ ফেব্রুয়ারি রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করা হয়। ২২ ফেব্রুয়ারি তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শাহ আলমগীর ২০১৩ সালের ৭ জুলাই পিআইবির মহাপরিচালক হিসেবে যোগ দেন। ২০১৮ সালে তার চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়।

এদিকে শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন,বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ’র সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহীম সরকার।

পিবিএ/জেআই

আরও পড়ুন...

preload imagepreload image