পিবিএ,জামালপুর: ধারাবাহিক আন্দোলনের ১ মাস ৮ দিন পার হলেও গ্রেফতার হয়নি সাংবাদিক শেলু আকন্দের উপর হামলা মামলার সব আসামি। হামলা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও হামলার প্রধান হোতা পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। জামালপুর প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে সাধারন সম্পাদক লুৎফর রহমানের সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক দুলাল হোসাইন, মোস্তফা বাবুল, জাহাঙ্গীর আলম, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসের গডফাদার ও ভুমিদস্যু রুনু খান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সিনিয়র সাংবাদিক শেলু আকন্দের দু’পা গুড়িয়ে দিয়েছে। ১ মাস ৮দিন ধরে ঢাকা পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে শেলু আকন্দ। এর আগে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজুসহ একের পর এক সাংবাদিকদের উপর হামলা করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে রুনু খান বাহিনী। মামলা হলেও রাজনৈতিক প্রশ্রয়দাতাদের শেল্টারে পুলিশ গ্রেফতার করছে না। উল্টো প্রকাশ্যে মানববন্ধন করে সাংবাদিকদের হুমকি দিচ্ছে রুনু খান। রাজনৈতিক গডফাদার ও পুলিশের আস্কারা পেয়ে বেপোরোয়া হয়ে উঠেছে সে।
স্থানীয় প্রশাসনের কাছে অবিলম্বে রুনু খান ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার, দৃষ্টান্তমুলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেন বক্তারা।
পিবিএ/রাজন্য রুহানি/বিএইচ