যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকালও হাবিবুর রহমান সুস্থভাবে অফিস করেছেন। আজ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। অল্প সময়ের মধ্যে তিনি মারা যান।
হাবিবুর রহমানের গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি দুই সন্তানের জনক।
হাবিবুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। পড়ালেখা শেষে তিনি পুরোদমে সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।