পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে তিন বন্ধু বাইসাইকেল যোগে বাংলাদেশ ভ্রমনে সড়ক পথে যাত্রা শুরু করেছে।
জানাগেছে, ঢাকা থেকে বাস যোগে তিন বন্ধু নটোরিয়াম ইউনির্ভাসিটির অর্নাস ২য় বর্ষের ছাত্র, ঢাকা বাসাবো এলাকার ফিরোজ খানের পুত্র ফারহান সাদিক (২২) জগনার্থ বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র মিরপুরের এস এম সবুর মিয়ার পুত্র মাহফুজ হক (২৩) ও ঢাকা সরকারী বাংলা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র রাকিব হাওলাদার (২৩)।
তিন বন্ধু গত রবিবার বাস যোগে ঢাকা থেকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে আসেন। পরের দিন সোমবার সকাল ৯টায় জাতীয় সড়ক পথে বাইসাইকেল যোগে দেশ ভ্রমনের উদ্দেশ্য যাত্রা শুরু করলে পাশ্ববর্তি হাতীবান্ধা উপজেলা সদর সংলগ্ন মহিলা কলেজের সামনে সংক্ষিপ্ত যাত্রা বিরতি কালে দেখা হয় এ প্রতিনিধির সাথে।
এ সময় জানায় বাইসাইকেল যোগে দেশ ভ্রমন ৬৪ জেলার বাস্তব দৃশ্য থেকে আনন্দ উপভোগের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করবে তারা।
পিবিএ/আসাদ হোসেন রিফাত/এমএসএম