পিবিএ ডেস্ক: বছর ঘুরে আবার এসেছে ‘বড়দিন’ – খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। তবে যীশু খ্রিষ্টের জন্মদিনের উৎসব শুধু খ্রিস্টানদের মধ্যেই সীমাবদ্ধ নেই। জাতি-ধর্ম নির্বিশেষে সকলেই মেতেছেন উৎসবে। এদিন তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর আয়োজন করেন খ্রিস্টমাস পার্টি। তাতে যোগ দেন বলিউডের একঝাঁক তারকা।
উৎসবে তারকাদের আড্ডার ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন করণ জোহার, সারা আলি খান, কারিনাসহ অনেকেই।
দেখে নিন সেইসব ছবির ঝলক…
বড়দিনের সাজে বলিউড অভিনেত্রীরা
সবার মধ্যমণি হলেন করণ জোহর।
হলো অর্জুন কাপুরকে নিয়ে দুষ্টুমি
বাবা সাইফ আলি খানের সঙ্গে সারা আলি খান
ভাই ইব্রাহিমের সঙ্গে সারা আলি খানের দুষ্টুমি
দ্য বিউটি কুইনস!
সাইফ আলি খান ও করণ জোহর
মালাইকার ছেলে আরহান খানের সঙ্গে কারিনা কাপুর
করণের সঙ্গে আলিয়া ভাট
রণবীর কাপুর, করণ জোহর ও কারিনা কাপুর খান