সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর ফিফার নিষেধাজ্ঞা

পিবিএ,ডেস্ক: তিন বিদেশির পাওনা পরিশোধ না করায় সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর খেলোয়াড় রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। ফিফার ডিসিপ্লিনারি কমিটির নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত, জানিয়েছে বাফুফে। করোনার কারণে অফিসিয়াল কার্যক্রম চালানো সম্ভব না হওয়ায় অর্থ পরিশোধ করা সম্ভম হয়নি, দাবি সাইফ স্পোর্টিংয়ের। সময় বাড়াতে চিঠি দিলেও আমলে নেয়নি ফিফা, তাতে অসন্তোষ প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ।

তিন বিদেশি ফুটবলারের পাওনা পরিশোধে প্রায় ১ লাখ ডলার জরিমানা দিতে গেলো মার্চে সাইফ স্পোর্টিংকে নির্দেশ দেয় ফিফা। ২৩ এপ্রিল ছিল তার শেষ সময়। নির্ধারিত সময়ে তা পরিশোধ না করায় অনির্দিষ্টকালের জন্য ফুটবলার রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা দিয়েছে।

তবে চলমান করোনা সংকটের কারণে এমনটা হয়েছে, দাবি সাইফ স্পোর্টিংয়ের। সময় বৃদ্ধির জন্য ফিফার কাছে চিঠি দিয়েও সদুত্তর পায়নি, অভিযোগ ক্লাবটির।

তিন বছর আগের ওই ঘটনা নিয়ে এখনও আপত্তি সাইফ স্পোর্টিংয়ের। ক্লাবটির সাফ কথা, ২০১৭-১৮ মৌসুমের প্রিমিয়ার লিগের আগে সার্বিয়া, মন্টিনিগ্রো আর স্লোভাকিয়া থেকে তিন ফুটবলারকে ট্রায়ালে আনা হলেও তাদের সাথে কোনো চুক্তি হয়নি।

চলমান পরিস্থিতির উন্নতি হলেই অর্থ পরিশোধ করা হবে, জানিয়েছে সাইফ স্পোর্টিং। আর ফিফার নির্দেশনা অনুযায়ী তার পরপরই দলবদলের নিষেধাজ্ঞা উঠে যাবে, আশা ক্লাব কর্তৃপক্ষের।
পিবিএ/এএম

আরও পড়ুন...