সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর প্রস্তাবিত খসড়া সংশোধনী বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আইন উপদেষ্টা এ কথা বলেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এই সভার আয়োজন করে।
সভায় অধিকাংশ বক্তা সাইবার নিরাপত্তা আইন বাতিলের পক্ষে মতামত দেন। সমাপনী বক্তব্যে সভাপতি হিসেবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘অবশ্যই সাইবার নিরাপত্তা আইন বাতিল করা উচিত। সেদিকেই যাব।’
এই মুহূর্তে পুরো আইন বাতিল করা হবে কি না, এ বিষয়ে আলোচনার ওপর জোর দেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, ‘আল্টিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া, নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে।’
সাইবার নিরাপত্তা আইন বা এর পূর্বসূরি যে মামলাগুলো ছিল, সব প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।
এর আগে গত বছর বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হয়। তৎকালীন সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন করে।
তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে জানিয়েছিলেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর থেকে ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এই আইনে ৭ হাজার ১টি মামলা হয়েছে।