পিবিএ স্পোর্টস: ১১ দফা দাবিতে আন্দোলনে সাকিব-তামিমরা। এরই মধ্যে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন আন্দোলনের মুখপাত্র সাকিব আল হাসান। কিন্ত সাকিবদের ডাকে সাড়া দেননি নারী ক্রিকেটাররা। তিন ম্যাচের টি-২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সালমা-রুমানারা। পাকিস্তান রওনা হওয়ার আগে এদিন অফিশিয়াল ফটোসেশনে অংশ নিয়েছিলেন সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলমরা। সেই ছবি নিজের ফেরিফায়েড ফেইসবুকে পোস্ট করেছেন পেসার জাহানারা আলম।
ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘লাহোরের উদ্দেশ্যে রাতে ঢাকা ছাড়ছি। তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলার জন্য। আমাদের জন্য দোয়া রাখবেন।’ পাকিস্তান সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের টি-২০ ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশের টি-২০ দলের অধিনায়কত্ব করবেন সালমা খাতুন। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ। জানা গেছে, নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে নারী দলকে পাঠানোর সিদ্বান্ত নিয়েছে বিসিবি। একই সময়ে পাকিস্তানে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ বয়সী ছেলেদের দলও।
২৬ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ নারী দল। পরের দু’টি ম্যাচ হবে ২৮ ও ৩০ অক্টোবর। টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান নারী দল। প্রথম ওয়ানডে হবে ২ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে ৪ নভেম্বর। টি-২০ ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এদিকে ১১ দফা দাবি আদায়ে সব ধরনের ক্রিকেট ধর্মঘট পালন করছেন সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কোন ধরনের খেলায় অংশ না নেওয়ার ঘোষণাও দিয়েছেন। তবে তাদের এমন হঠাৎ ধর্মঘটের ভিন্ন কিছু দেখছে বিসিবি। মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (টি-২০ অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়শা রহমান, নিগার সুলতানা জোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মন্ডল, পান্না ঘোষ, ইক্কা মল্লিক, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার।
স্ট্যান্ড-বাই
নাহিদা আকতার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আকতার, জিনাত আসিয়া অর্থি, সাবিকুন নাহার জেসমিন ও হ্যাপি ইসলাম।
উল্লেখ্য, গত সোমবার ১১ দফা দাবিতে আন্দোলনের ডাক দিয়ে সাকিব আল হাসান তার বক্তব্যের একপর্যায়ে বলেন, আমরা এখানে মহিলা ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করতে পারিনি। কারণ এটা হঠাৎ করেই একটা সিদ্ধান্ত ছিল। তবে তাদের যদি দাবি দাওয়া থাকে, তবে মোস্ট ওয়েলকাম। আমি শিওর তাদের দাবি দাওয়া থাকবে।
সাকিব আরো বলেন, তারা যদি আসে, একাত্মতা প্রকাশ করে, তাদের দাবি দাওয়াগুলোও আমরা তুলে ধরতে পারব। অনূর্ধ্ব-১৯ দল যেহেতু বিশ্বকাপের প্রস্তুতিতে আছে আমরা তাই অনূর্ধ্ব-১৯ দলকে অন্তর্ভুক্ত করছি না।
পিবিএ/বাখ