পিবিএ স্পোর্টস ডেস্ক: আইসিসির সবশেষ প্রকাশিত ওয়ানডে প্লেয়ার র্যাংকিংয়ের ব্যাটিং ক্যাটাগরিতে সাকিব আল হাসান ৩৪ নম্বরে, বোলারদের ক্যাটাগরিতে ১৯ আর অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন এক নম্বরে। টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমেছেন সাকিব। টানা তৃতীয়বার বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা নিয়ে নেমেছেন দ্বাদশ বিশ্বকাপে।
চলতি বিশ্বকাপে সাকিবকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। ব্যাট-বলে দুর্দান্ত ছন্দ ধরে রেখে টাইগারদের নিয়ে এগুচ্ছেন। গ্রেটদের টপকে একেকটা মাইলফলকে নিজের নাম লেখাচ্ছেন। দ্বাদশ বিশ্বকাপ হয়ে উঠেছে সাকিবময়, বিশ্বমঞ্চ তাকে দিচ্ছে দুহাত ভরে।
আরেকবার দেখে নেওয়া যাক উড়ন্ত সাকিবের দুরন্ত পারফর্মগুলো:
২০১৯ বিশ্বকাপে টাইগার জার্সিতে ৬ ইনিংস ব্যাট করে সাকিব করেছেন সর্বোচ্চ ৪৭৬ রান। যেখানে টানা দুটি সেঞ্চুরি সাকিবের নামের পাশে। আছে তিনটি ফিফটি। সর্বনিম্ন রান ৪১।
৬ ইনিংসে ১০ উইকেট। বেস্ট বোলিং ফিগার ২৯/৫।
বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা বোলিং। তার আগে ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন শফিউল ইসলাম।
একমাত্র প্লেয়ার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান এবং ৩০ উইকেটের বেশি নিয়েছেন সাকিব।
প্রথম কোনো অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৪০০ প্লাস রান আর ১০ উইকেটের মালিক সাকিব।
দ্বিতীয় কোনো অলরাউন্ডার হিসেবে একই ম্যাচে ফিফটি প্লাস রান এবং ৫ উইকেটের মালিক সাকিব।
বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব (৩৩টি)।
বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক সাকিব (১০১৬)।
দ্বাদশ বিশ্বকাপের ৩১ ম্যাচ শেষে সর্বোচ্চ ৪৭৬ রানের মালিক সাকিব।
বিশ্বকাপের আসরে একমাত্র ক্রিকেটার সাকিব, যার নামের পাশে দুটি সেঞ্চুরি আর দুইবার চার উইকেট করে নেওয়ার কীর্তি আছে। ২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট আর এই বিশ্বকাপে আফগানদের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।
পিবিএ/বাখ