সাকিবের জন্য আমরা প্রস্তুত: টম লাথাম

সাকিবের জন্য আমরা প্রস্তুত: টম লাথাম
সাকিবের জন্য আমরা প্রস্তুত: টম লাথাম

পিবিএ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি মনোযোগ সহকারেই দেখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দেখেছেন সাকিব আল হাসানের দাপুটে পারফরম্যান্স। বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার ক্ষেত্রে বিশ্বসেরা অলরাউন্ডারকেই হুমকি মনে করছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান টম লাথাম। সব শেষ সফরে ঘরের মাঠে নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে। কিন্তু সে সফরে ছিলেন না সাকিব। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে ভয় থাকছেই কিউইদের।

টম লাথাম বলেন, ‘সাকিব যে খুব ভালো ক্রিকেটার তা আমরা জানি। অনেক দিন থেকেই তিনি দারুন খেলে চলেছেন। গোটা বিশ্বেই দাপট দেখাচ্ছেন। সব শেষ সফরে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডে গিয়েছিল তখন সাকিব যাননি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমরা বামহাতি স্পিনারকে খেলে অভ্যস্ত। সাকিবের বিরুদ্ধে খেলার জন্য আমাদের প্রস্তুতি আছে।’

নিউজিল্যান্ডের প্রধান শক্তি তাদের পেস বোলিং। কিন্তু প্রথম ম্যাচে কিউরা দেখেছেন কিভাবে প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে সাকিবরা দাপটের সঙ্গে ব্যাটিং করেছেন। তাই বেশ সতর্ক কিউইরা। লাথাম বলেন,‘বাংলাদেশ খুবই ভালো দল। তারা প্রথম ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে এটা আলাদা ম্যাচ। আমাদের আত্মবিশ্বাস আছে। আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে চাপে রাখা। জানি, একই কাজ তারাও করতে চাইবে। তবে ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

পিবিএ/আরআই

আরও পড়ুন...