পিবিএ,ঢাকা: ব্যাটিং বা বোলিং যাই হোক,শুরুটা ভালো করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে আজ বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে।
সাকিব বলেন, ‘আমাদের কাজগুলো ঠিকমত করতে পারলে এবং কনসেনট্রেশন থাকলে ভালো কিছু করতে পারব।’
বাংলাদেশের ব্যাটিং নিয়ে বলেন, ‘ব্যাটসম্যানদের উপর ভরসা করি। কয়েকদিন তারা যেভাবে অনুশীলন করেছে মাঠে সেটি ইমপ্লিমেন্ট করতে হবে।’
বোলারদের ব্যাপারে বলেন, ‘আমাদের ২০ উইকেট নেয়ার টার্গেট থাকতে হবে। যত দ্রুত তাদের গুটিয়ে দিতে হবে।’
পিবিএ/ইকে