পিবিএ,খেলাধুলা: ত্রিদেশীয় সিরিজের আগে গা গরম করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। রবিবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাবের মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার দল।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড উলভসের অধিনায়ক হ্যারি টেক্টর। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত আয়ারল্যান্ড উলভসের সংগ্রহ ৯ ওভারে ১ উইকেটে ৪২ রান।
রুবেলের প্রথমঃ ইনিংসের প্রথমদিকে আইরিশ ব্যাটসম্যানরা দেখে শুনেই খেলা শুরু করেছিলেন। স্কোরবোর্ডে রান যোগ করছিলেন সফল ভাবে। বাংলাদেশের বোলারদের বিপক্ষে দেখে শুনে খেললেও ইনিংসের অষ্টম ওভারে আঘাত হানেন পেসার রুবেল হোসেন।
ওপেনার জ্যাক টেক্টর রুবেলের বলে ১৫ রান করে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। টেক্টর ফিরলেও জেমস ম্যাককুলাম এবং জেমস শ্যাননের ব্যাটে রান বাড়িয়ে চলেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশ দলের ক্রিকেটাররা আয়ারল্যান্ডে গিয়ে এখন পর্যন্ত শুধু নেট সেশন দিয়েই নিজেদের ঝালাই করে নিয়েছেন। তাই ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের পুরোদমে প্রস্তুত করে নিচ্ছে মাশরাফি বাহিনী।
আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ জেসন হোল্ডারের উইন্ডিজ দল। এরপরই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের উড়াল দিবে লাল-সবুজের দলটি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
আয়ারল্যান্ড উলভসঃ হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিং, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।
পিবিএ/এমএস