সাকিবের দুর্দান্ত ব্যাটে-বলে জয় পেলো বার্বাডোজ

পিবিএ,স্পোর্টস ডেস্ক: সিপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে আজ খেলতে নেমেছেন সাকিব আল হাসান। বার্বাডোজের হয়ে মেন্ট লুসিয়া জোকসের বিপক্ষে খেলতে নেমে ব্যাট হাতে ২২ রানের পর বোলিংয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ২৪ রানের জয় পেয়েছে তার দল বার্বাডোজ এ ট্রাইডেন্টস।

কেনিংটন ওভালে টসে জিতে ব্যাটিং নেয় সাকিবের বার্বাডোজ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই হেলসের ০ রানে বিদায়ের পর নামে সাকিব। এরপর চার্লসের সাথে গড়েন ৬২ রানের জুটি। দলীয় ৬৩ রানে ২১ বলে দুই বাউন্ডারিতে ২২ রান করে ফাওয়াদ আলমের বলে ক্যাচ আউট হয়ে ফিরেে যান সাকিব। চার্লসের ৪৭ রানে ভর করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বার্বাডোজ।

ছোট পুজিতে বোলিংয়ে নেমে শুরুটা দারুন করে সাকিবরা। ৪০ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরত পাঠায় তারা। পরবর্তীতে সেন্ট লুসিয়াকে স্বপ্ন দেখানো ইংগ্রামকে কট এন্ড বোল্ড করেন সাকিব।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে সেন্ট লুসিয়া। শেষ পর্যন্ত নিজের কোটার ৪ ওভার বোলিংয়ে ২০ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। আর সেন্ট লুসিয়া অল আউট হয়। ফলে ২৪ রানের দারুন জয় পায় সাকিবরা।

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফ নিশ্চিত করলো সাকিবরা। পয়েন্ট টেবিলের চারে থেকে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথ সুগম করেছে বার্বাডোজ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...