পিবিএ,ঢাকা: জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে মঙ্গলবার দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ আইসিসি করায় সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইঁয়া।
নিজের ভেরিফাইড ফেজবুক পেজে স্ট্যাটাস দিয়ে সাকিবকে শক্ত থাকতে বলেছেন লাল-সবুজ জার্সিতে ফুটবল মাঠ দাপানো এই অধিনায়ক।
স্ট্যাটাসে জামাল ভূঁইয়া লিখেছেন, ‘নাম্বার ওয়ান অলরাউন্ডারের ক্রিকেট থেকে কমপক্ষে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার খবর শোনাটা কষ্টের। শক্ত থাকো, সাকিব আল হাসান।’
এর আগে, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন রাখার দায়ে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান। প্রথমে দুই বছর শাস্তি নির্ধারণ করা হলেও দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি।
২০২০ সালের ২৯ অক্টোবর থেকে খেলতে পারবেন সাকিব। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব।
পিবিএ/ইকে