পিবিএ স্পোর্টস : এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অপরাধ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত করা হয়েছে। আগামী বছরের ২৯ অক্টোবর ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। এ সময়ে টি ২০ বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলা হবে না তার। তাকে ছাড়াই আগামী ৩৬৫ দিন কাটাতে হবে বাংলাদেশ ক্রিকেটকে। এই ঘটনায় মর্মাহত মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালে বেশ কিছু ম্যাচ ফিক্সিং করার কারণে পাঁচ বছরের সাজা কাটিয়ে ক্রিকেটে ফেরা আশরাফুল মনে করেন, সাকিবের প্রতি শাস্তিটা একটু হলেও বেশি হয়ে গিয়েছে। দুর্দিনে সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই টেস্ট সেঞ্চুরিয়ান।
আশরাফুল বলেন, ‘আমাদের বিষয়টি পুরো আলাদা। আমি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে পুরোপুরি জড়িত ছিলাম। আর সে (সাকিব) যে ফিক্সারদের বিষয়ে নীতি নির্ধারকদের কিছু জানায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি। সাকিব এখন কি পরিমাণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা বলা কঠিন। তাঁকে নিয়ে অনেক বেশি সংবাদ হওয়া উচিত নয়। আমার সময়ে অনেক প্রতিবেদন হয়েছে এগুলো নিয়ে, যা আমার জন্যে কষ্টের ছিল।’ অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে যেভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছে, তাতে স্বস্তি পাচ্ছেন আশরাফুল। সাকিব ফিরে আসবে শক্ত হয়ে, এমনটা বিশ্বাস তাঁর। তিনি বলেন, ‘আমি বিসিবির কোনো মাঠে খেলতে পারিনি। আমাকে লন্ডন গিয়ে খেলতে হয়েছিল। সাকিবের এমন কিছুই করতে হবে না। সে মিরপুরেই অনুশীলন করতে পারবে। আমি যেসব সমস্যায় পড়েছি, সাকিব ওগুলোতে পড়বে না। সাকিব-মাশরাফিরা প্রত্যাবর্তন করতে জানে।’
পিবিএ/বাখ