পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে ছিটকে গেলেও সাকিব আল হাসান আছেন এখনও আলোচনায়। দুর্দান্ত একটি টুর্নামেন্ট পার করছেন ব্যাটে-বলে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের নামের পাশে রয়েছে ৫৪২ রান। যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর মাত্র ১৯ রান করতে পারলেই বিশ্বকাপের সেরাদের সেরা তালিকায় নাম উঠে যাবে এই অলরাউন্ডারের।
বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রানের মালিকের ১০ জনের খাতায় নাম উঠাতে সাকিবের দরকার আর মাত্র ১৯ রান। এই তালিকায় উপরের দিকে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা। আর ১৮ রান করলে সব বিশ্বকাপ মিলিয়ে সাকিবের মোট রান হবে ১১০০। যদি পরের বিশ্বকাপটি সাকিব খেলেন তবে এই রেকর্ডের পাশাপাশি হতে পারে ভাবনার বাইরে থাকা আরও অনেক রেকর্ডও।
তাই আজকের ম্যাচে দুর্ভাগ্যক্রমে সাকিবের ব্যাটে রান না আসলেও পরের বিশ্বকাপে ঠিকই সাকিব উঠে যাবেন বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে।
২২৭৮ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার পরে ১৭৮৩ রান নিয়ে রিকি পন্টিং, ১৫৩২ রান নিয়ে কুমার সাঙ্গাকারা, ১২২৫ রান নিয়ে ব্রায়ান লারা ও ১২০৭৮ রান নিয়ে এবি ডি ভিলিয়ার্স অবস্থান করছেন।
পিবিএ/বাখ