পিবিএ ডেস্ক: টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে রবিবার (২জুন)। নিজেদের প্রথম ম্যাচে ওভালে বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশের। আর এ ম্যাচের মধ্য দিয়েই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ভাঙতে পারেন ৩টি রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১১ হাজার রানের চূড়ায় উঠবেন ৩২ বছর বয়সী সাকিব। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ডটি তামিম ইকবালের দখলে। এখন পর্যন্ত ১২ হাজার ৫১৯ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।
এছাড়া আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরও একটি রেকর্ড হয়ে যাবে সাকিবের। শীর্ষ অলরাউন্ডার হিসেবে টানা তিনটি ওয়ানডে বিশ্বকাপে খেলা ক্রিকেটারের কীর্তি গড়বেন তিনি। এমন কীর্তি আর কারোর নেই।
আরও একটি রেকর্ড অপেক্ষা করছে সাকিবের জন্য। ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ ১ উইকেট পেলেই ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারী ক্রিকেটার হবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের আগে এই কীর্তিতে নাম তুলেছেন পাকিস্তানের আবদুর রাজ্জাক (২৩৪ ম্যাচ), শহীদ আফ্রিদি (২৭৩ ম্যাচ), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (২৯৬ ম্যাচ) ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (৩০৪)। যেখানে ১৯৭ ম্যাচে ৫৬৬৭ রান ও ২৪৯ উইকেট নিয়েছেন সাকিব।
পিবিএ/আরআই