মোখলেছুর রহমান,মাগুরা: ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল (৫৭) করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার মাগুরায় নতুন করে ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ ৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬০ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭ জন পৌর এলাকায় ও ১ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।
এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে মাগুরা সদরে ২৩১ জন, শ্রীপুরে ৩১ জন, শালিখায় ১৯ জন, মহম্মদপুরে ২৬ জন রয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন। আক্রান্তদের মধ্যে ৮ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ১২০ জনকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
পিবিএ/এমআর