পিবিএ স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ হতাশ করলেও ব্যক্তিগত অর্জনে অতুলনীয় ছিলেন সাকিব আল হাসান। তবে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সিরিজে নাও দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে। না, কোনো ইনজুরি নয়। ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের মতো লম্বা জার্নির পর সাকিব নিজে থেকে বিশ্রামের আবেদন জানিয়েছেন। এ কারণে তাকে আসন্ন শ্রীলঙ্কা সফরে নাও দেখা যেতে পারে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “টানা ক্রিকেট খেলার কারণে সাকিব ক্লান্ত হয়ে পড়েছেন এবং সম্ভবত এই কারণে তিনি কিছুদিন বিশ্রামের জন্য অনুরোধ করেছেন। আমি যতদূর জানি সে এই সময়ে তিনি পবিত্র হজ পালন করার পরিকল্পনা করছেন। যদিও আমরা এখন পর্যন্ত তার বিশ্রামের বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি।’
শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২৫, ২৭ ও ২৯ তারিখে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং বিসিবি সবগুলো ম্যাচ সম্ভবত কলম্বোতে অনুষ্ঠিত হবে।
পিবিএ/বাখ