সাকিব-তামিমদের দাবি মেনে নিয়ে অন্যায় করেছি : পাপন

পিবিএ,ঢাকা: সাকিব-তামিমদের দাবি মেনে নেয়া অন্যায় হয়েছে,এমনটা মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার করার পর তাদের দাবি মেনে নেয়া উচিত ছিল বোর্ডের।

গত বুধবার (২৩ অক্টোবর) ১৩ দফা দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে আলোচনা করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ অনেক ক্রিকেটার। যেখানে ৯টি দাবি মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ সংস্থা।

এর আগে দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয় সাকিব’রা। যার ফলে বিসিবি কার্যালয়ে আসে ঝড়। তারপর প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করেন বিসিবি সভাপতি এবং রাতে তাদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পাপন।

এই দাবিগুলো আগে মানা উচিত হয়নি বলে মনে করছেন বিসিবি সভাপতি। দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমকে পাপন বলেন; “আমি মনে করি ওদের দাবি পূরণ করে আমি একটা অন্যায় কাজ করেছি। কোনোভাবেই উচিত হয়নি দাবিগুলো আগে মানা। আমাদের বলা উচিত ছিল, যতক্ষণ পর্যন্ত তোমরা ধর্মঘট প্রত্যাহার না করবে আর বোর্ডে আবেদন না করবে, আমরা তোমাদের সঙ্গে বসব না।”

দাবি মেনে নেয়ার আগে পাপন বলছিলেন, ক্রিকেটারদের আন্দোলনের পেছনে ষড়ষড়যন্ত্র আছে। তবে এখনও এমন আন্দোলনের পেছনে ষড়যন্ত্রের নাকি গন্ধ পাচ্ছেন বিসিবি সভাপতি।

পিবিএ/ইকে

আরও পড়ুন...