সাকিব-তামিমদের পর টি-টেনে আফিফ

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং পেসার মুস্তাফিজুর রহমানের পর টি-টেনের ড্রাফটে নাম মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। টি-টেন কতৃপক্ষ আফিফের নাম যুক্ত করার বিষয়টি সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে।

টি-টেন কতৃপক্ষের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে লেখা ছিল, ‘ইয়াং গানস! আবুধাবি টি-টেনের ষষ্ঠ সিজনের ড্রাফটে আপনি এই তরুণদের মধ্যে কাকে বাছাই করতে সমর্থন করছেন?’

আফিফ ছাড়াও সর্বশেষ প্রকাশিত ড্রাফটে নাম লিখিয়েছেন পাথুম নিশাঙ্কা, ফজলে হক ফারুকী, দিলশান মাদুশাঙ্কা, জরডান কক্স, হ্যারি টেক্টর, ইজহারুল হক নাভিদ, আভিষ্কা ফার্নান্দো।

এবারের টি-টেন লিগে সর্বপ্রথম খেলা নিশ্চিত হয় সাকিব আল হাসানের। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। এরপর ড্রাফটে ওঠে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের নাম।

আরও পড়ুন...