পিবিএ,খেলাধুলা : সাকিব আল হাসান নির্ধারিত সময়ে না ফিরলে কোনো সমস্যা হবে না বলে সোমবার জানিয়েছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। প্রধান কোচ স্টিভ রোডস সাকিবের না ফেরার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব নির্ধারিত সময়ে অনুশীলন ক্যাম্পে যোগ না দেয়ায় অসন্তুষ্ট রোডস।
সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। প্রথম ম্যাচে খেলার পর কাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে সুযোগ পান তিনি। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ায় তার দেশে ফেরার কথা ছিল গতকাল। কিন্তু আইপিএলে ম্যাচ খেলার সুযোগ হওয়ায় এখনই তিনি ফিরছেন না।
সাকিবের দেশে না ফেরায় অখুশি রোডস। তবে সাকিবের মেন্টর ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করছেন, সানরাইজার্সের সঙ্গে থেকে ম্যাচ না খেললেও সাকিবের অনুশীলনে কোনো কমতি থাকবে না।
পিবিএ/এমএস