মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুতের সাহায্যে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) উপজেলার কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা এলাকার বুরুঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিক আলম।
স্থানীয় ও স্বজনরা জানান, শনিবার বিপুল নিজের নির্মাণাধীন বাড়িতে বিদ্যুতের সাহায়্যে রড কাটার কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিক আলম বলেন, বিপুল মিয়া হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন। তাকে চিকিৎসা দেয়ার সুযোগ পাওয়া যায়নি।