হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ অজিহার রহমান গাজী অভি (৪২) ও সাইদুল্লাহ হোসেন কারিকর(২৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এসময় তাদের কাছ থেকে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সদরের গাংনীয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, কালিগঞ্জ থানাধীন জাফরপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে অজিহার রহমান গাজী অভি এবং সাতক্ষীরা থানাধীন গাংনীয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে সাইদুল্লাহ হোসেন কারিকর।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আহম্মদ কবির, এসআই পিন্টু লাল দাস ও এসআই মিঠুন মজুমদার এবং এএসআই বিএম তৌহিদুজ্জামানসঙ্গীয় ফোর্সের সহায়তায় সাতক্ষীরা টু ভোমরাগামী পাকা রাস্তার উপর থেকে ১১২ বোতল ফেন্সিডিলসহ অজিহার রহমান গাজী অভি ও সাইদুল্লাহ হোসেন কারিকরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’