সাতক্ষীরায় নিখোঁজের একদিন পর ড্রেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মুনজিতপুরে নিখোঁজের একদিন পর আবুল হোসেন গাজী(৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ ড্রেন থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর শহরের ব্যস্ততম সড়ক পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মরদেহটি শহরের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল লতিফ গাজীর ছেলে আবুল হোসেন গাজী।তিনি বালু ব্যবসার সাথে যুক্ত ছিলেন।

সাতক্ষীরা সদর থানার সাব ইন্সপেক্টর-এস আই মাজরেহা হোসাইন জানান, সাতক্ষীরা সদর থানায় মিসিং ডায়েরির পরদিন শহরের পিএন স্কুলের পাশের ড্রেনে পাওয়া যায়।সেখান থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মৃত্যু আবুল হোসেন গাজীর ছেলে আবুল কালাম বলেন,তার বাবা বালু ব্যাবসা করতেন।সোমবার (১৪ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায় নি।সাতক্ষীরা সদর থানায় এবিষয়ে একটি মিসিং ডায়েরী করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে শহরের ব্যাস্ততম সড়ক পিএন স্কুলের দক্ষিণ পাশের ড্রেন থেকে আমার পিতার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা পরিচয় সনাক্ত করে খবর দিলে আমরা আমার পিতার মরদেহটি বাসায় নিয়ে আসি।

আরও পড়ুন...