পিবিএ,তালা (সাতক্ষীরা )প্রতিনিধিঃ সাতক্ষীরা খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর(৫৫) নামে এক ভ্যানচালকের প্রাণহানি ঘটেছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে। এবং সাতক্ষীরা শহরের তালতলা গ্রামে বসবাসকারী।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে অগ্রগতি রিসোর্টের কেয়ারটেকার আব্দুর ছবুর জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত। বুধবার বেলা ১টার দিকে তিনি নিজ ভ্যানে তাল তলা বাজার থেকে ভুসি কুড়ো লোড দিয়ে অগ্রগতি রিসোর্ট এর ওখানে এসে ডান দিকে মোড় নিতে যাচ্ছিলেন এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্তলে নিহত হন তিনি ।
তিনি আরও জানান, দূর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়স্ত্রণ করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মাইনুদ্দীন জানান, ঘটানাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সড়ক দূর্ঘটনার বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে