সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: সাতক্ষীরায় ঢাকাগামী পরিবহনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মা ও ছেলের।একই সময়ে আহত হয়েছে মোটরসাইকেল চালক স্বামী অপূর্ব সাধু।

শুক্রবার (২৫এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি গ্রামের অপূর্ব সাধুর স্ত্রী ঋতা সাধু (৩২)ও তার শিশুপুত্র সৌরভ সাধু(৩)।

প্রতক্ষদর্শী তমা সাধু ও চম্পা সাধু জানান, ঋতা সাধুর বাপের বাড়ি যশোর জেলার কেশবপুরের সাগরদাঁড়ি গ্রামে। শুক্রবার বার সকালে অসুস্ত বাবা রানজিত সাধুকে দেখতে মোটরসাইকেলযোগে তিন জন সাগরদাঁড়ি যাচ্ছিল। পথিমধ্যে বেলা ১টার দিকে কুমিরা কদমতলা নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সাতক্ষীরা লাইনের একটি পরিবহন তাদের পিছন দিক থেকে ধাক্কা দেয়।এতে ছিটকে পড়ে পরিবহনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন ঋতা সাধু ও ছেলে সৌরভ সাধু। এসময় আহত হন স্বামী অপূর্ব সাধু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লাশ উদ্ধার করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাইনুদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিষয়টি বর্তমানে হাইওয়ে পুলিশ দেখভাল করছে।

খর্নিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক শিমুল মন্ডল জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনটি আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন...