এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২ ফেরুয়ারি) জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী তার ভেরিফাইড ফেসবুক পেজে দলের সকল পর্যায়ের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশক্রমে এ অনুরোধ জানিয়েছেন।
এড. সৈয়দ ইফতেখার আলীর ফেসবুক পেজে উল্লেখ করেছেন,”রোববার (২ ফেরুয়ারি), বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতক্ষীরা জেলা বিএনপির অধীনস্ত সকল ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটের সকল পর্যায়ে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য দলের সকল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে নির্দেশ ক্রমে অনুরোধ জানানো হলো”।