হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনে তল্লাশি করে পায়ের জুতায় বিশেষ কৌশলে আটকানো ৩টি স্বর্ণেরবারসহ মো.জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে।যার ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম।
রবিবার(১০ নভেম্বর)দুপুরে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের ঝাউডাঙ্গার তুজুরপুর এলাকায় পরিবহনে তল্লাশি করে আটক করা হয়েছে বলে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন কার্যালয় গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আটককৃত মো জাহাঙ্গীর হোসেন স্বপন ঢাকার রায়েরবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে সদরের ঝাউডাঙ্গার তুজুরপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এমআর পরিবহনে(গাড়ী নম্বর ঢাকা মেট্টো-ব-১৩-১৮৭৯)হাবিলদার মো. মেজবাহ উদ্দিন রুবেলের নেতৃত্বে তল্লাশি করে মো. জাহাঙ্গীর হোসেন স্বপন আটক করে।এসময় তার পায়ের জুতার ভিতরে বিশেষ কৌশলে আটকানো ৩টি স্বর্ণেরবার জব্দ করা হয়।
এছাড়া তার কাছে থাকা ২টি মোবাইলও আটক করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম। যার মূল্য ৫৭,৫৭,৮৭০/- টাকা ও ২টি মোবাইল-২১,০০০/-টাকা। সর্বমোট মূল্য-৫৭,৭৮,৮৭০ (সাতান্ন লক্ষ আটাত্তর হাজার আটশত সত্তর) টাকা বলে জানান বিজিবি’র সাতক্ষীরা অধিনায়ক।
তিনি আরও বলেন,আটকের বিষয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।