হাবিবুল হাসান,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে শরীরে বিশেষ কৌশলে আটকানো ৬টি স্বর্ণের বারসহ মো.রাশেদুল ইসলাম(২৪)নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে।যার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম।
শনিবার (৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে আটক করা হয়েছে বলে বিজিবি’র ৩৩ ব্যাটালিয়ন কার্যালয় গণমাধ্যমকে নিশ্চিত করেন।
আটককৃত মো রাশেদুল ইসলাম সাতক্ষীরা সদরের কেড়াগাছি গ্রামের মো.আনিছ জামানের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্তর বাজার এলাকায় নায়েক মো. হরমুজের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ৬টি স্বর্ণের বারসহ মো. রাশেদুল ইসলামকে আটক করে।
আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১,৩৪,৮৬,১৮৬/- টাকা। এসময় তার কাছ থেকে ১টি ভ্যান ও ১টি মোবাইল ফোনও জব্দ করে করে। যার মূল্য ৮০,০০০/- ও ২০,০০০/-টাকা। সর্বমোট মূল্য ১,৩৫,৮৬,১৮৬ (এক কোটি পঁয়ত্রিশ লক্ষ ছিয়াশি হাজার একশত ছিয়াশি) টাকা বলে জানান বিজিবি’র সাতক্ষীরা অধিনায়ক।
তিনি আরও বলেন, আটকের বিষয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।