পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. মুকুল(৩৫) ও মোস্তাফিজুর রহমান শাহিন(৩৬) নামে দু’জন মাদক ব্যবসায়িকে আটক করেছেে।এসময় তাদের কাছ থেকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.দেলোয়ার হুসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার(১৩ মে) সকালে তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ আকর্ষণ, এএসআই শেখ জামাল হোসেন সংগীয় ফোর্স সহ কালিগঞ্জ থানাধীন নলতা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে নলতা হাসপাতালের সামনে হতে মাদক ব্যাবসায়ী মো. মুকুল ও মোস্তাফিজুর রহমান শাহিন আটক করে ।এসময় তাদের কাছ থেকে ৭০(সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এএম