সাতক্ষীরার ভোমরা বন্দর হবে সরকারের রাজস্ব আয়ের আর একটি অন্যতম ক্ষ্যাত

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: সরকারের রাজস্ব আয়ের ক্ষেত্রে দক্ষিণাঞ্চলের যেমন চিংড়ি মাছ তেমনি সাতক্ষীরার ভোমরা বন্দর হবে রাজস্ব আয়ের আর একটি অন্যতম ক্ষ্যাত।ভোমরা বন্দরের কাস্টমস হাউজসহ সকল কিছু প্রতিষ্ঠিত করতে দফা দফায় কাজ সম্পন্ন হবে।উন্নত দেশের মতো বাংলাদেশ প্রযুক্তিতে যেভাবে এগিয়েছে সেটা লক্ষনীয়।প্রযুক্তির বদৌলতে দেশে কোন প্রকার অন্যায় বা দুর্নীতি করার সুযোগ নেই।ভোমরা বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তাহলে অতি দ্রুততার সহিত এই বন্দর একটি আধুনিক বন্দর হিসেবে রূপান্তরিত হবে।সুন্দর ভাবে পরিচালিত হবে।কেউ কারো সম্মান নিয়ে টানাটানি করবে না।কেউ কারো প্রতি ক্ষতিসাধন করবে না।খুব শীগ্রই এই বন্দরের সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে।বন্দর নিয়ে কোন নেগেটিভ নিউজ না করে বন্দরের সুফল গুলো প্রচার করতে হবে।তাহলে আমরা এই বন্দরকে দেশের শ্রেষ্ঠ বন্দরে রুপান্তরিত করতে পারবো।
রবিবার (১৮ ফেব্রুয়ারি)বিকাল ৪টায় ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশন সভাকক্ষে সংগঠনটির উদ্যোগে সাতক্ষীরা-০১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন ও সাতক্ষীরা-০৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্যরা এসব কথা বলেন।
সি এন্ড এফ এজেন্টস্ এসেসিয়েশনের (ভারপ্রাপ্ত)সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ খান’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.আশরাফুজ্জামান আশু।
নবনির্বাচিত সংসদ সদস্যরা তাদের বক্তব্যে আরও বলেন,ভোমরা বন্দর বাংলাদেশের সকল বন্দের মধ্যে সেরা বন্দর হিসেবে গড়ে তুলতে জেলার সকল সংসদ সদস্যরা একত্রিত হয়ে কাজ করবো।এই বন্দর প্রতিষ্ঠাতা স ম আলাউদ্দিন সাহেবের সুযোগ্য কন্যা লায়লা পারভীন সেঁজুতি ও সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছে।আমরা ৫ জন সংসদ সদস্য এক সাথে কাজ করবো।ভোমরা বন্দরে কর্মরত শ্রমিক ও লেবারদের সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে পাওনা বকেয়া টাকা আদায় করে দেওয়ার জন্য একসাথে কাজ করবো।সে জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।ভোমরা স্থলবন্দরের উন্নয়ন কল্পে এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন,একটি পুলিশ ক্যাম্প ও আধুনিক হাসপাতাল নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করবেন বলে তারা আশ্বাস দেন।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, জিএম ফাতাহ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান,ভোমরা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওসি মাজরিহা হুসাইন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সিএন্ডএফ এর যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম আমির হামজা,বন্দর ব্যবসায়ী রোকসানা পারভীন,দীপংকর ঘোষ, মো. রফিকুল ইসলাম, মো. আবু মুসা,মো. শাহানুর ইসলাম শাহিনসহ বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন...