এস,এম,হাবিবুল হাসান,সাতক্ষীরা: সাতক্ষীরায় মহামারি করোনায়(কোভিড-১৯) প্রাণ হারালেন তরুণ সাংবাদিক আজিজুল ইসলাম (২৭)। সে সদর উপজেলার বিডিএফ প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক যুগের বার্তার স্টাফ রিপোর্টার।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
আজিজুল ইসলাম সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের আব্দুল জলিল থান্দারের ছেলে।
ছোটকালে মাতৃহারা আজিজুল নম্র্র, ভদ্র ও সদালাপী ছিলেন। তার ব্যবহার সবাইকে মুগ্ধ করত। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও প্রতিবাদী আজিজুল সামাজিক অনাচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়,আজ শুক্রবার জুম্মাবাদ তার জানাযা অনুষ্ঠিত হবে।