পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরায় শুরু হয়েছে বহু কাঙ্খীত জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোট যুদ্ধ। সাধারণ ভোটারদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন আগামী চার বছর মেয়াদি
কার্যনির্বাহী পরিষদের এই সদস্যরা।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাবে একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কেন্দ্র সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব সেজেছে রমরমা সাজে। প্রার্থীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা।
সরাসরি ভোটারদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন আগামী চার বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্বদানকারী নেতা-নেত্রী।ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.তানজিন্নুর রহমান।
নির্বাচন এবার দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একদিকে আছে স্বাধীনতাকামী বীর মুক্তিযুদ্ধা মো.বদরুল ইসলাম খান বদুর নেতৃত্বে অভিজ্ঞতা সম্পন্ন সাবেক-বর্তমান ক্রীড়া ব্যক্তি ও সংগঠক আশু-মুজিবর-মেহেদী-সান্টু ও বদুর স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ এবং অপরদিকে আছে সদ্য সাবেক সাধারণ সম্পাদক এ,কে,এম,আনিছুর রহমানের নেতৃত্বে অধিকাংশ তরুণ ও সাবেক-বর্তমান ক্রীড়া ব্যক্তি ও সংগঠক মিজান-ফিরোজ-ডাবলু-আশরাফ ও আনিছের সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি