পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনাভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে নো প্রফিট নো লসের ভিত্তিতে দুটি ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে।
শুক্রবার(১৭ এপ্রিল) সকাল ৮টায় ভ্রাম্যমাণ বাজার দুটির কার্যক্রম শুরু হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা শহরের সিটি কলেজ, খুলনা রোড মোড়, সঙ্গীতা মোড়, ইটাগাছা, বাঁকাল এলাকায় ১টি ট্রাক এবং নারিকেলতলা, পোস্ট অফিস মোড়, রাজ্জাক পার্ক, পুরাতন সাতক্ষীরা ও কলেজ মোড়ে অন্য ট্রাকে চাল, ডাল, চিনি, লবণ, তেল, সবজি ও পিয়াজ বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়িতে থাকার বিকল্প নেই। এজন্য ভ্রাম্যমাণ বাজারের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
পিবিএ/হাবিবুল হাসান/মোআ