সাতক্ষীরায় মালয়েশিয়া ফেরত যুবক করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে


পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরায় মালয়েশিয়া ফেরত কামরুজ্জামান (২৬) নামে এক যুবক করোনার উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে।সে সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের বজলুর রহমানের ছেলে।

সোমবার(০৬ এপ্রিল)দুপুরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানোর প্রস্তুতি চলছে।

এছাড়াও,বিদেশ ফেরত আরো নতুন ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে, এ পর্যন্ত মোট ৩ হাজার ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ছাড়পত্র দেয়া হয়েছে আরো ১ হাজার ৩০ জনকে।

পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/মোআ

আরও পড়ুন...