পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরায় অভিযান চালিয়ে গাঁজাসহ বিপ্লব হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
রবিবার(১৩ সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক বিপ্লব হোসেন সদরের ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল হাই সরদারের ছেলে।
র্যাব জানায়, সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র এএসপি বজলুর রশীদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ি গ্রামে অভিযান চালিয়ে বিপ্লব হোসেনকে এক কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে।
আটক বিপ্লবকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি