সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পিবিএ, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় প্রেমঘটিত কারণে ৯ম শ্রেনীর স্কুলছাত্রী লাবনী মন্ডল (১৫) অত্মহত্যা করেছে। বৃহস্পতিবার(২৭ জুন) বিকালে উপজেলার খরাইল গ্রামে তার নিজ বাড়িতে ।ঘটনায় অভিযুক্তোর নামে তালা থানায় মামলার প্রস্তুতি চলছে।

লাবনীর বাবা শুভংকর মন্ডল পিবিএকে জানান, তার মেয়ে দেওয়ানীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। সে স্কুলে যাওয়ার-আসার সময় পথিমধ্যে একই গ্রামের বিকাশ মন্ডলের কলেজ পড়ুয়া ছেলে বাপ্পী মন্ডল তাকে উত্তাক্ত করতো। গত দুই বছর আগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে বিষয়টি মিমাংশা করা হয়। তারপর ও বাপ্পী গোপনে লাবনীর সাথে মোবাইল ফোন প্রেমালাপ করে আসছে।
গত বুধবার রাতে বাপ্পী ও লাবনীর মধ্যে ফোন আলাপের সময় লাবনীকে উচ্চস্বরে কথা বলতে দেখে তার বাবা। লাবনীর বাবা অভিযোগ করে বলেন, ফোন আলাপের ফলশ্রুতিতে তার মেয়ে নিজ ঘরে আড়ায় গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাবনী গলায় উড়না পেচিয়ে অত্মহত্যা করেছে। তার লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এইচআর/হক

আরও পড়ুন...