পিবিএ, সাতক্ষীরা : সাতক্ষীরা পাটকেলঘাটায় স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দুলাল সরকার(৪৪)এক ব্যক্তি। সে পাটকেলঘাটা থানাধীন নগরঘাটা গ্রামের কার্তিক সরকারের ছেলে।
মঙ্গলবার(০৯ জুলাই) রাতে নগরঘাটায় তার নিজের বাড়িতে এঘটনা ঘটায়।মৃত্যুর স্বজনরা জানান, দুলাল সরকারের দু’ স্ত্রী। ছোট স্ত্রীর সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় তার ঝগড়া-বিরোধ বাধে। এরই জের ধরে রাতে তার ঘরে দরজা দিয়ে আড়ার সঙ্গে গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে দুলাল সরকার আত্মহত্যা করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/বাখ