পিবিএ , সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় দ্রুতগামী তেলবাহী ট্রাকের চাপায় জাহানারা খাতুন (৩৮) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। শনিবার (০৬ জুলাই)সকাল ১১টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহানার খাতুন উপজেলার পাটকেলঘাটা হারুন আর রশিদ কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও উপজেলার নওয়াপাড়া গ্রামের শাহাদাত হোসেন স্ত্রী। স্থানীরা জানান, সকাল ১১টার দিকে মটরভ্যানযোগে কলেজে যাওয়ার পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌছানো মাত্র পাটকেলঘাটার মজুমদার ফিলিং স্টেশনের দ্রুতগামী তেলবাহী ট্রাক পিছন দিকে থেকে মটরভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিক্ষিকা রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপায় দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এঘটনায় ঘাতক ট্রাক যশোর ট ১১-৩৬৮১ এবং চালক মো. নজরুল ইসলামকে(৬০) আটক করা হয়েছে।
পিবিএ/বাখ